Windows 10 Activator ডাউনলোড করে নিন

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। এটি আমার প্রথম টিউন। এখানে Windows এক্টিভেট কিভাবে করতে তা জানব।
আমরা সাধারনত Original Windows  ক্রয় করিনা। তাই আমরা Product Key পাইনা। কম বেশী প্রায় সবাই OS ইনস্টল  করতে পারি। OS ইন্সটল করার পর দেখবেন এটি এক্টিভেট করার জন্য Message দেয়। Product Key না থাকায় এমনটি হয়। Windows 10 ইন্সটল করার পর Activate করার জন্য Activator নামের Software   দিয়ে এক্টিভেট করতে হবে। কিন্তু অনলা্ইনে সহজেই Activator টি পাওয়া যায়না। তাই সবার সুবিধার জন্য Activator টি শেয়ার করলাম।
নিচের লিংক থেকে Activator টি ডাউনলোড করুন। এটি Google Drive এ রেখেছি।  এরপর Unzip করতে হবে। ‍ডা্উনলোড করা ফাইলের উপর Right Click করে Unzip Here সিলেক্কট করুন। Unzip হয়ে গেলে একটি ফাইল দেখাবে।  এই Activator টিতে ডাবল ক্লিক করে Run করাবেন, তাহলে কিছক্ষণের মধ্যে উইন্ডোজ Activate হবে। Activate হয়েছে কিনা বুঝার জন্য start থেকে My Computer-এ Right Click করুন। এরপর Properties সিলেক্ট করুন। তাহলে যে window আসবে সেখানে নিচের দিকে Windows Activated লেখা দেখতে পাবেন।

Share this

Related Posts

Previous
Next Post »