WintoFlash এর মাধ্যমে খুব সহজেই Boot able করুন আপনার Pendrive কম্পিউটার ট্রিক


সবাইকে স্বাগতম আমি আজ আপনাদের দেখাবো কি ভাবে পেনড্রাইভ বুটএ্যাবেল করে Windows Setup দেওয়া যায়।
চলুন শুরু করা যাক

১ম ধাপ
নিচের থেকে Winto Flash সওফট্যায়র টা ডাউনলোড করে নিন
WintoFlash download now
এখন Wintoflash যেখানে ডাউনলোড করেছেন সেখানে যান।
এবং ফাইলটি  Extract করুন।

২য় ধাপ

প্রথমে আপনার পেনড্রাইভ টি NTFS সিলেক্ট করে Format করে নিন

তারপর আপনার ডাউনলোড করা WintoFlash  সওফট্যায়রটি কে নিচের মতো করে Extract করে নিন...
 এখন আপনার Extract করা ফোল্ডার এর ভিতর গিয়ে WintoFlash আইকন এ ক্লিক করুন নিচের মতো...
 এখন Next এ ক্লিক করুন করতে করতে নিচের ধাপ এ আসলে চিত্র অনুসারে ক্লিক করুন...

 অবশ্যই ফিরি লাইসেন্স দিবেন

নিচের চিত্র অনুশারে কাজ করুন...

নিচের ধাপটা একটু ভালো ভাবে খেয়াল করুন...
আপনি যদি ডিক্স থেকে কপি করা ফাইল বুতএ্যাবেল করতে চান তাহলে ১ম অপশান ক্লিক করুন।
আর আপনি যদি Zip অথবা iso ফাইল  বুতএ্যাবেল করতে চান তাহলে ২য় অপশান ক্লিক করুন।
নিচের মতো ...  
আমি  ডিক্স থেকে কপি করা ফাইল বুতএ্যাবেল করেছি...
Pendrive ঢুকানো থাকলে নিচের মতো আসবে....
এখন আপনার কপি করা Windows সিলেক্ট করে দিতে হবে।
উপরের  Select অপশান এ ক্লিক করতে হবে এবং নিচের মতো Windows ফাইল সিলেক্ট করে দিতে হবে।
নিচে মতো করে করুন...
নিচে মতো করে করুন...

আপনার সকল কাজ সম্পন্ন হয়েছে। কপি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ধন্যবাদ ভাল থাকবেন সবাই
পোষ্ট লিখেছেন: শোভন
মোবাইল: ০১৯৪১-২৩৩৯৯০

Share this

Related Posts

Previous
Next Post »