আমি শোভন আজ আমি আপনাদের ব্লগের যে ইনকামের মাধ্যম টি রয়েছে আমি আজ সেই বিষয়টি সম্পার্কে একটু আলোকপাত করতে চাই। আসলে ব্লগ আমাদের সুন্দর একটা ইনকামের মাধ্যম। আমরা আমাদের ব্লগএ গুলল অ্যাডসেন্স সংযুক্তো করে বেশ টাকা ইনকাম করতে পারি। আর এই এ্যাডসেন্স সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা এবং কিছু সর্তকতা জানাতে চাই।
মূলতো অ্যাডসেন্স এর অ্যাড ব্লগে শো করাতে হয়, এবং আপনার ভিজিটরের যদি আপনার শ করানো অ্যাড ভালো লাগে এবং তাদের কোন দরকারে যদি তারা এই অ্যাড টির ওপরে ক্লিক করে এবং ওয়েবসাইট গুলো ভিজিট করে তাহলে আপনি তারজন্য টাকা পাবেন গুলল হতে। আর আপনারা সবাই তো জানেন যে গুলল একটি শক্তিশালি সার্স ইজ্ঞিন। আর তাই আপনারা কখনো ফেক ক্লিক করে টাকা ইনকাম করতে পারবেন না। আর গুলল ফেক ক্লিক চেনার জন্য নানান রকমের উন্নত Script ব্যাবহার করেছে। তো ফেক ক্লিক এর চিন্তা সবাই বাদ দেন এবং সৎ পদ্ধতিতে ইনকামের কথা ভাবুন।
ফেক ক্লিক কাকে বলে:
ধরেন আপনি নিজের অ্যাডে নিজে ক্লিক করেন। বা আপনি আপনাদের বন্ধু দের বল্লেন যে তোরা সবাই আমার ব্লগ এ প্রতিদিন ডুকবি এবং একটা অ্যাড ভিউ করে বের হয়ে যাবি। আসলে এইটাই হলো ফেক অ্যাড ক্লিক।
সঠিক পদ্ধতিতে ক্লিক কাকে বলে:
ধরেন আপনার ব্লগে ইউজার আসলে আবং তারা আপনার ব্লগের ৩ থেকে ৪ টা পোস্ট ভিউ করলো তারপর তারা এ্যাড এ ক্লিক করলো আর এইটা হচ্ছে সঠিক এ্যাড ক্লিক করার পদ্ধতি।
সর্তকতা:
১। নিজের এ্যাড কখনোই নিজে ক্লিক করবেন না।
২।ফেক এ্যাড ক্লিক করার মাধ্যমে আরনার এ্যাডসেন্স এ্যাকাউন্ট টি গুলল বন্ধ করে দিতে পারে।
আর তাই আমি বলতে চাই আপনা সবাই সৎ একং সঠিক পদ্ধতিতে আপনার ব্লগের ইনকাম বৃদ্ধি করান। রাতারাতি টাকা ইনকাম করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
প্রয়োজনে আপনি আপনার ব্লগকে নানান রকমের সার্চ ইন্জিন এ যোগ করুন।
আসা করি আমি শোভন আপনাদের সবাই কে অ্যাডসেন্স সঠিক পদ্ধতিতে অ্যাড ক্লিক করা সর্ম্পাকে বোঝাতে পেরেছি।
আপনাদের কারো যদি কোন স্যমেসা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন
মোবাইল: 01941-233990
ধন্যবাদ সবাই ভালো থকবেন। এবং প্রতিনিয়ত নতুন ধরনের টিপস পেতে আমার ব্লগটি আপনার ব্রাউজারে বুকর্মাকে সেভ করে রাখুন। এবং প্রতিনিয়ত ভিজিট করুন এবং আপনার জ্ঞান এর পরিধি আরো বাড়ান।
2 comments
Write commentsonek sundor post. asa kori ei rokom post aro pabo...
Replyধন্যবাদ কাকু,, আমি চেষ্টা করবো নতুন কিছু নিয়ে সামনে আশার জন্য।
ReplyEmoticonEmoticon