Payza Account কি?
আপনারা মোটামুটি সবাই জানেন Payza কি? যারা জানেন না তাদের বলছি এটা একটা অনলাইন আইডি, যার মাধ্যমে আপনি ডলার লেনদেন করতে পারবেন। পেমেন্ট দেওয়া ও রিসিভ করতে পারবেন ডলারের মাধ্যমে। কাওকে ডলার পাঠাতে পারবেন ও গ্রহন করতে পারবেন কোন প্রকার চার্জ ছাড়াই।
Payza Account কেন খুলবেন?
সাধারণত মানুষ দুই কারনে বেশীরভাগ payza একাউন্ট খুলে থাকে। প্রথমত ডলারে পেমেন্ট নেওয়া, পেমেন্ট দেওয়া, ডলার পাঠানো বা রিসিভ করার কাজে। এছাড়াও আপনি যদি কোন সাইট এ অনালাইন এ কাজ করে থাকেন আর তারা যদি payza তে পেমেন্ট দেয় তবে তাদের পেমেন্ট এর ডলার আপনি payza তে নিতে পারবেন।
কিভাবে Payza Account খুলবেন?
খুবই সহজ একটি পদ্ধতি। মাত্র কয়েকটি ধাপ অনুসরন করলেই payza আপনাদের একটি সুন্দর একাউন্ট গিফট করবে। তবে চলুন কাজ শুরু করা যাক। প্রথমে Sign Up Payza তে ক্লিক করুন। তা না হলে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ

Sign up এ ক্লিক করুন।

Personal select করুন।

এবার এ রকম একটা পেজ আসবে। সেটা পূরণ করুন। সাধারণত এ জায়গাতেই সতর্কতা অবলম্বন করতে হয়। খেয়াল করে দেখুন উপরে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে। সেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড (NID) অনুযায়ী পূরণ করুন। আপনার নাম যদি তিন শব্দে হয় তবে ফার্স্ট নেম এর ঘরে প্রথম দুটি শব্দ এবং লাস্ট নেম এর ঘরে শেষ শব্দ লিখুন। এরপর মেইল এর ঘরে এমন একটি মেইল আইডি বসান যা খোলা হয়েছে আপনার ন্যাশনাল আইডি কার্ড (NID) এর তথ্য ও নাম অনুযায়ী। আর সব শেষে পাসওয়ার্ড এর ঘরে বড় হাতের , ছোট হাতের ও সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করে বসান। example : Foinni1991 এর পর GET STARTED এ ক্লিক করুন, ব্যাস কাজ শেষ। তারপর আপনার মেইল এ গিয়ে আইডি চালু করুন।
কিভাবে payza Account ভেরিফাই করবেন ?
Verify Your Account এ ক্লিক করুন।

Document Validation এ ক্লিক করুন।

National ID card এ ক্লিক করুন।

দুটো রো খুলে যাবে । সেখানে আপনার NID এর সামনে ও পেছনে আলাদা করে স্ক্যান করা কপি আপলোড করুন। NID এর ছবি তুলে আপলোড করবেন না। তারপর আপনার ছবি আপলোড করে Next চাপুন। ৩ দিনের মাঝে আপনার payza তে ভেরিফিকেশন নোটিশ চলে আসবে।
গত টিওটোরিয়াল এ অনলাইন আরনিং নিয়ে পোস্ট করেছিলাম। অনেকেই একাউন্ট খুলেছেন। তবে কমেন্ট বক্স এ একটা থ্যাংকস পর্যন্ত দেন নাই। সমস্যা নাই। আপনি একটু উপকৃত হলেই আমার ভাল লাগা।
Payza সম্পর্কিত আরও কিছু জানার থাকলে ইনবক্স করুন।
EmoticonEmoticon